সোমবার, ২৭ মার্চ ২০২৩

কৈবল্যনাথের পঞ্চম মোহন্ত মহারাজের স্মরনোৎসব শুক্রবার শুরু

সারাবেলা প্রতিবেদক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২ বুধবার, ০৯:০৯ পিএম

কৈবল্যনাথের পঞ্চম মোহন্ত মহারাজের স্মরনোৎসব শুক্রবার শুরু

চট্টগ্রামের পাহাড়তলী-হাটহাজারী উপজেলার নন্দীরহাট সংলগ্ন শ্রীশ্রী কৈবল্যনাথের  পঞ্চম মোহন্ত মহারাজ শ্রীমৎ দিলীপ চক্রবর্তীর সমাধি পীঠ এ বার্ষিক তিরোধান তিথি স্মরনোৎসব শুরু হচ্ছে শুক্রবার। এ উপলক্ষে শুক্র ও শনিবার (১১ ও ১২ নভেম্বর)  দু‘দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচিতে রয়েছে শ্রীশ্রী ঠাকুরের বেদবানী পাঠ, ঠাকুর-প্রসঙ্গ, শুভ অধিবাস, সত্যনারায়ণ সেবা ও অষ্টোপ্রহরব্যাপী "হরিনাম সংকীর্তন" সহ বিভিন্ন কর্মসূচি।

মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে পৌরহিত্য্ করবেন বাবু সুভাষ চক্রর্বত্তী