রোববার, ০৪ জুন ২০২৩

পরিষদের কেউ অপরাধে জড়ালে ছাড় নয়-কাইয়ূম শাহ্

মো. ইমরান হোসাইন, আনোয়ারা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার, ১০:১৮ পিএম

পরিষদের কেউ অপরাধে জড়ালে ছাড় নয়-কাইয়ূম শাহ্

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ইউপি নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের এম.এ কাইয়ুম শাহ্ শপথ গ্রহণের পর রবিবার (২০ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় ইউপি সদস্য ও সাধারণ জনগণকে নিয়ে কালিবাড়ি অস্থায়ী কার্যলয়ে আনুষ্ঠানিক প্রথম সভা করেন।

তিনি বলেন, বারশতে নির্মিত হবে আধুনিক মডেলের ইউনিয়ন পরিষদ। আগামী ৫ বছরে এটিই আমার একমাত্র লক্ষ্য।

ভোটের লড়াইয়ে জয়ী নব-নির্বাচিত চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্`র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ হান্নান চৌধুরী মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীগের সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, সদরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হেলাল, ছাবের আহম্মদ, এম.এ রশীদ, মোহাম্মদ মহিউদ্দিন, নিউটন সরকার, মোহাম্মদ নাসির। অনুষ্ঠানে মোহাম্মদ নিজামুল হকের সঞ্চালনায় নবনির্বাচিত ইউপি সদস্য, সদস্যা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজের কর্মকান্ড ও সামাজিক জনসম্পৃক্ততায় এর মধ্যে কাইয়ুম শাহ নিজেকে আলাদা করে তুলে ধরতে পেরেছেন। করোনার দু:সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকে ভোটের লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি।

নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান উল্লেখ করে সভায়  বলেন, ইউনিয়নের অসমাপ্ত রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। মাদক ও সন্ত্রাস নির্মূল করব। দেশসেরা মডেল ইউনিয়ন উপহার দেওয়ার চেষ্টা করব। সরকারি যেকোন সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। মূলত আমি জনপ্রতিনিধি নয়, বরং জনবান্ধব প্রতিনিধি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এলাকার যেকোন সমস্যা সমাধানে ওয়ার্ডের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জনগণের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব। বিচার শালিসে দালালি প্রবণতা দূরীকরণে সার্বক্ষণিক চেষ্টা থাকবে ইনশাআল্লাহ্।

স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য তৌহিদুল আলম জানান, জাতিধর্ম নির্বিশেষে আধুনিক বারশত গড়তে সম্মিলিতভাবে কাজ করে যাব।  আমরা একসাথে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বারশত গড়ে তুলব।