রোববার, ০৪ জুন ২০২৩

আনোয়ারায় চেয়ারম্যান প্রার্থীদের কার কত ভোট

প্রতিনিধি, আনোয়ারা , চট্টগ্রাম

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২ বুধবার, ১১:১৬ পিএম

আনোয়ারায় চেয়ারম্যান প্রার্থীদের কার কত ভোট

আনোয়ারায় ১১ উপজেলার মধ্যে বুধবার চেয়ারম্যান পদে ৬ ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এর আগে ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান হন নৌকার প্রার্থীরা। দুই ইউনিয়নে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হওয়া ৬ ইউনিয়নের ৫টিতে আওয়ামীলীগের প্রার্থী ও একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন বারশত ইউনিয়নে এমএ কাইয়ুম শাহ (নৌকা) প্রাপ্ত ভোট ১১,৩৬০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক চৌধুরী (আনারস) ২৫৩৪।

রায়পুর ইউনিয়নে আমিন শরীফ(ঘোড়া).৭৩৭১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জানে আলম  (নৌকা) ৪৭৫৫, ফজলুল কাদের চৌধুরী (মোটরসাইকেল) ৪১২৯ । 

বরুমচড়া ইউনিয়নে  সামশুল ইসলাম (নৌকা) ৪৫২৬,   তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন চৌধুরী (সিএনজি)  ৩৪৭৪  , আবুল বশর (আনারস) ৩৩২৫  ।

আনোয়ারা সদর ইউনিয়নে অসীম কুমার দেব(নৌকা) ৪০৮৫  তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী দিদারুল ইসলাম চৌধুরী টিপু( মোটরসাইকেল) ২২৪৯,  শহীদুল ইসলাম (আনারস) পেয়েছেন  ২৯২ ভোট।

পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ(নৌকা) ৮৯০৭,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতত্র প্রার্থী নাজিম উদ্দিন (মোটরসাইকেল) ১৭৫৮ ।

হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন নৌকা) ৯৯৮০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মা. সোলেমান (আনারস)  ১৬৭১  , আবু তাহের (চশমা ) ১৫৪৪ ।