প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার, ০৯:১৫ এএম
ব্রাম্মনবাড়িয়ায় সোমবার রাতে দূর্ঘটনার শিকার তুর্ণা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির কোন একটির যাত্রী ছিলেন শিশুটি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাম্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত শিশুটির মা বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। হাসপাতালের বেডে শিশুটি শুধুই কাঁদছে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
এদিকে, দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।