প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার, ০৯:৫২ পিএম
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে দেশের সাংবাদিকদের অধিকার আদায়ের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ অভিনন্দন জানান।সংগঠনটির পক্ষ থেকে মহাসচিব শাবান মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিএফইউজে নেতৃবৃন্দ নতুন কমিটির সভাপতি মোহাম্মদ আলী , সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ নির্বাহী কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, সিইউজে’র নব নির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থ রক্ষায় সাংগঠনিক দায়িত্ব পালন করবে যা সাংবাদিকদের যে কোন ধরণের সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।