এমডি ফরিদুল আলম
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ শনিবার, ০৯:০৩ পিএম
দিনটি ছিল ২৫ শে মার্চ ১৯৭১
মধ্যরাতে পাক হানাদারের তাণ্ডব
অস্ত্রসহ ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপর
রোকেয়া হল, জগন্নাথ হল, পিলখানার ইপিআর সদর দপ্তর
বাদ রাখেনি তারা কোনটাই
চালিয়েছে একযোগে নৃশংস হত্যাকান্ড,
বাদ যায়নি রাজারবাগ পুলিশ লাইন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে শুধু লাশ আর লাশ
লাশ হওয়া বাঙালির ঠাঁই হয়েছিল গণকবরে
তবু যেন তৃপ্ত ছিল না পাক হানাদাররা
মাটিচাপা দেয়া লাশে চালিয়েছিল বুলডোজার।
গণকবরেও ক্ষান্ত হয়নি তারা
বুড়িগঙ্গায় নিক্ষেপ করেছিল আরও বহু লাশ
বুড়িগঙ্গার জল দূষিত করেছিল
বুড়িগঙ্গায় যেন রক্তের বন্যা,
নিরস্ত্র বাঙালির লাশের গন্ধ
ভারী করেছিল আকাশ-বাতাস।
বীর বাঙালি তবু পিছু হটেনি
ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদারের উপর,
বহু লাশের বিনিময়ে
২৬শে মার্চ ১৯৭১-এ
মুক্তিকামী বাঙালির মুক্তি মিলে,
স্বাধীনতা অর্জন হয়
অর্জন একটি স্বাধীন দেশ
নাম তার বাংলাদেশ।