প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার, ০৮:৪৮ এএম
আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহছানুল হুদার ১২তম মৃত্যুবার্ষিকী আজ (১৭ নভেম্বর)। ২০০৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক সংগঠন ক্রিয়েটিভ ট্রাস্ট-সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মরহুমের পরিবারের পক্ষ থেকে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের বাড়িতে কোরনখানি, ফাতেহা, মিলাদ ও দোযা মাহফিলের আয়োজন করেছে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক আজাদীর আনোয়ারা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন।