প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার, ০৬:৪৬ পিএম
বর্ষীয়ান সাংবাদিক, সারাবেলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরীর ৬৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ১৯৫৬ সালের এই দিনে তিনি কক্সবাজারে জন্মগ্রহণ করেন।
জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর স্বজন, বন্ধু-বান্ধবদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সাধাসিধে ও নির্মোহ জীবনযাপনে অভ্যস্ত এই প্রবীণ সাংবাদিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অনেকে।
হেলাল উদ্দিন চৌধুরী তাঁর ৪৬ বছরের সাংবাদিকতা জীবনের বড় সময় পার করছেন স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীতে। পালন করেন চিফ রিপোর্টারের দায়িত্ব। এ কারণে চট্টগ্রামের অনেকের কাছে তিনি আজাদীর হেলাল নামেও পরিচিত।
দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবেও কাজ করেন তিনি। বর্তমানে দৈনিক যায়যায়দিন চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দায়িত্ব পালন করেন চট্টগ্রামের অনলাইন দৈনিক সারাবেলার প্রধান সম্পাদক হিসাবে।
তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক, ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দৈনিক আজাদী ইউনিটের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন।
তিনি থ্যালাসেমিয়া সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজার সমিতি চট্টগ্রামের সদস্যসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। পেশাগত প্রয়োজনে ভ্রমন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড , ভারত ও মায়ানমারে।
আলহাজ্ব জাকের হোসাইন তাঁর পিতা এবং ফরিদা বেগম তার মাতা। তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, তাঁর ছেলে তাসনিম উদ্দিন চৌধুরী।