এমডি ফরিদুল আলম
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০ বুধবার, ১০:৩১ পিএম
পথশিশুরা পথপ্রান্তে, ঝড়-বৃষ্টির মাঝে
অর্ধাহার- অনাহারে রাত্রিযাপন করে,
সামাজিক সুযোগ সুবিধা যতো ভোগ করে সবাই
পথশিশুরা কেনো বৈষম্যের শিকার তবে !?
রাস্তার ধারে, ফুটপাতে, রেললাইন, বাসস্টেশন, ফ্লাইওভারের নীচে
পথশিশুরা করে বসবাস
বেওয়ারিশ কুকুরগুলোও তাদের পাশে শুয়ে
শারীরিক-মানসিক প্রতিবন্ধী কেউ কেউ
বিবেকহীনরা তাদের পাগল বলে ডাকে,
কেউবা ডাকে বস্তির ছেলে, টোকাই।
তারাও সৃষ্টির সেরা জীব
নেই তবু সামাজিক মর্যাদা,
বঞ্চিত শিক্ষার্জন থেকে
পারিবারিক বন্ধন আছেইবা কতটুকু!?
কারো জন্মদাতা জন্মদাত্রী নেই
আবার কারো থেকেও যেনো নেই
দুর্বিষহ জীবন তাদের
অনিশ্চিত ভবিষ্যৎ শুধু হাতছানি দিয়ে ডাকে।
কাঁধে ময়লা কুড়ানোর প্লাস্টিকের ব্যাগ ঝুলানো
গায়ে ময়লা ভরা ছেড়া পোশাক
কেউবা খালি গায়ে,
হাতে ড্যান্ডি নামের পলিথিন মুড়ানো মরণ নেশা
একটু পর পর শ্বাস টানে নির্ভয়ে
যেনো নেশার সাথে একাত্বতা ঘোষণা,
কতো জীবন নষ্ট হয় এভাবে!
কারো কাগজ, প্লাস্টিকের বোতল কুড়ানো
কারো ভিক্ষাবৃত্তি দিয়ে জীবন শুরু,
কিংবা লেগুনার পেছনে ঝুলে হেলপারের দায়িত্ব নিয়ে কাঁধে
এভাবে আরো কতো !
চলছে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম,
বাদ নেই অপরাধ কর্মও।
পথশিশুর মৌলিক অধিকার বাস্তবায়ন হোক,
হোক নিশ্চিত পুনর্বাসন,
হোক মুক্ত পথশিশুরা
মাদকের ছোবল থেকে।