সারাবেলা ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮ শনিবার, ০৯:২৫ এএম
মাঠে সময়টা ভালো গেলেও বাইরে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। দারুণ খেলেও পর্যাপ্ত প্রচার পাচ্ছেন না এ খেলোয়াড়। তার চেয়ে ঢের বেশি আলোচনায় পিএসজির ১৯ বছর বয়সী তরুণ কিলিয়ান এমবাপে। তার উপর ভেঙে গেছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গালা ইভেন্টে আবারো বিষয়টি জানালেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা মারকুয়েজ।
প্রায় ছয় বছর ধরে প্রণয় চলছিল ব্রুনা ও নেইমারের। মাঝে একবার বিচ্ছেদ হলেও পুনরায় সম্পর্ক জোরদার হয়। কিন্তু গত মঙ্গলবার আবারো তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে জানালেন ব্রুনা, ‘এবারের সিদ্ধান্তটি তার (নেইমার) কাছ থেকেই এসেছে। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা আছে। আমরা যা করেছি ভালোভাবে বেঁচে থাকার জন্যই করেছি।’
২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান অভিনেত্রী এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজী হননি। তবে এখনও তাদের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা আছে বলেই জানান ব্রুনা, ‘আপনারা জানেন আমি ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলি না। কিন্তু আমি বলছি কারণ এটা বলার প্রয়োজন ছিল। এবং এই একবারই আমি বলবো।’
বেশ কিছু ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবী, রাজনৈতিক কারণেই এ দুই তারকার মধ্যে বনিবনা হচ্ছে না। বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনে তাদের নিয়ে নানা উত্তপ্ত কথা উঠছে। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ব্রুনা, ‘আমি পরিষ্কার করে বলতে চাই এর জন্য হয়নি। এ সিদ্ধান্ত সেই নিয়েছে। আমাদের মধ্যে এখনও অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আছে। এটাই ঠিক।’
জাতীয় দলের হয়ে খেলার বিরতি শেষে চলতি সপ্তাহেই আবার পিএসজির হয়ে মাঠে নামবেন নেইমার। ২৬ বছর বয়সী এ তারকা চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন। ১১ ম্যাচে করেছেন ১১ গোল। সঙ্গে রয়েছে চারটি এসিস্টও। তারপরও প্যারিসে সুখে না থাকায় বার্সেলোনায় ফিরে যেতে চাইছেন নেইমার।