সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ শুক্রবার, ১০:৩২ এএম
আওলাদে রাসুল (দ.) রাহনুমায়ে শরিয়তন ও ত্বরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) শনিবার সাতকানিয়া যাচ্ছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় ও দক্ষিণ জেলার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠেয় রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সকাল ১০টায় সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। এতে প্রধান বক্তা থাকবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। বিশেষ মেহমান থাকবেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ)।
উল্লেখ্য যে, এদিন দুপুর ১২টায় মৌলভীর দোকানস্থ রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় হুজুর কেবলা মহিলা বায়াতের কার্যক্রম পরিচালনা করবেন।
উক্ত কনফারেন্স সফল ও স্বার্থক করার জন্যগাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, সাতকানিয়া উপজেলার সভাপতি সৈয়দ মনছুরুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।