প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯ সোমবার, ০৯:১২ এএম
ডেঙ্গু টেস্টের প্রধান উপকরণ ডেঙ্গু কিট সংকটে রোববার থেকে চট্টগ্রামে অনেক ল্যাবে ডেঙ্গু পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন পরীক্ষা করতে আসা রোগীরা। অনেকে ছুটেছেন এখান থেকে ওখানে।
নগরীর ফজলুল কাদের রোডের এপিক হেলথ কেয়ার, পপুলার ডায়গনস্টিক সেন্টার, বেসিক ল্যাব ও ঈগলস আই ডায়গনস্টিক সেন্টারে ঘুরে ডেঙ্গু কিট সংকটের তথ্য পাওয়া গেছে।
সরেজমিন দেখা গেছে, এপিক হেলথ কেয়ারে পরীক্ষা একেবারেই বন্ধ। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গুর আইজিএম পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এনএস১ পরীক্ষা বন্ধ। এছাড়া বেসিক ল্যাবে এনএস১ পরীক্ষা করা হচ্ছে। কিন্তু আইজিএম পরীক্ষা বন্ধ। ঈগলস আই ডায়গনস্টিক সেন্টারে সব পরীক্ষায় বন্ধ।
এ বিষয়ে জানতে চাইলে এপিক হেলথ কেয়ারের সহকারী ম্যানেজার মো. গোলাম হায়দার মেহেদী বলেন, ‘কিট সংকটের কারণে পরীক্ষা বন্ধ। শুধু কিট নয় অন্যান্য মেডিসিনের সংকট রয়েছে। চাহিদা দিয়েও পাচ্ছি না। প্রথমদিকে ৮০-১০০টি এনেছিলাম। এগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে।’ কবে নাগাদ আবার কিট আনা হবে এবং সংকট কাটবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে কিট সংকট। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বাইরের ল্যাবে। কিন্তু সেখানে গিয়ে মিলছে না পরীক্ষার সুযোগ। কারণ কিট সংকটে বন্ধ পরীক্ষা।